প্রবাসী আলিফ মিয়ার কিডনী প্রতিস্থাপনে সাহায্যের আবেদন

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

প্রবাসী আলিফ মিয়ার কিডনী প্রতিস্থাপনে সাহায্যের আবেদন

Manual4 Ad Code

বাহরাইন ফেরত প্রবাসী মোহাম্মদ আলিফ মিয়া (৪২) এর দু’টি কিডনী অকেজো হয়ে গেছে। কিডনী ট্রান্সপ্লান্ট করতে তার ১৫ লাখ টাকার আর্থিক সাহায্য প্রয়োজন। বাহরাইনে কর্মরত থাকা অবস্থায় তার ২টি কিডনী অকেজো ধরা পড়ে। তিনি বাহরাইনের একটি হাসপাতালে ১৫ দিন চিকিৎসা গ্রহণ শেষে গত ১২ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তাকে অসুস্থ অবস্থায় দেশে পাঠানো হয়।

Manual8 Ad Code

এরপর আলিফ মিয়া সিলেট শহরতলীর বাদাঘাটে অবস্থিত কিডনী ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়ে নিয়মিত চিকিৎসা গ্রহণ করে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সহ সিলেটের বিশিষ্ট কিডনী বিশেষজ্ঞ ডাঃ আলমগীর চৌধুরীর কাছে চিকিৎসা গ্রহণ ও পরামর্শ শেষে তাকে জানানো হয়েছে, তার দু’টি কিডনী অকেজো হয়ে গেছে। কিডনী প্রতিস্থাপন করতে ১৫ লক্ষ টাকা প্রয়োজন। যদি কিডনী প্রতিস্থাপন করতে না পারেন, তাহলে যত দিন তিনি বাঁচবেন, তত দিনের প্রতি সপ্তাহে প্রায় ৭ হাজার টাকা মূল্যের ইনজেকশন গ্রহণ করত হবে। ইনজেকশন ও ঔষধ সহ প্রতি মাসে গড়ে আলিফ মিয়ার মাসিক চিকিৎসা বাবদ খরচ হবে প্রায় ৪০ হাজার টাকা।

Manual3 Ad Code

আলিফ মিয়া বাহরাইন থেকে দেশে ফেরার পর তার হাতে থাকা নগদ ৭ লাখ টাকা চিকিৎসা বাবদ খরচ হয়েছে। বর্তমানে তিনি নিঃস্ব অবস্থায় আর্থিক সংকটে ভুগছেন। তিনি বিদেশে থাকা অবস্থায় ৫ বছর আগে বিয়ে করেন। এখন পর্যন্ত তাদের সংসারে কোন সন্তান হয়নি। আলিফ মিয়া ছাতক পৌরসভার তাঁতীকোণা মহল্লার সমাজসেবক নমর উদ্দিনের ছেলে।

Manual7 Ad Code

ইতোমধ্যে আলিফ মিয়া দু’টি কিডনী ডোনার পেয়েছেন। যাদের সাথে তার কিডনী মিলে গেছে। কিডনী দুটি ট্রান্সপ্লান্ট করতে তার ১৫ লাখ টাকার আর্থিক সাহায্য প্রয়োজন। তিনি দেশী-বিদেশী দাতা ব্যক্তিদের কাছে বাঁচার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন।

আলিফ মিয়ার চলতি ব্যাংক হিসাব নং ৩১৫১৫৮০০৮২৭৭৯, ডাচ-বাংলা ব্যাংক, তেমুখী শাখা, সিলেট। বিকাশ নং- ০১৮৪৫ ৫৫৩২৮৬ এই নাম্বারে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন আলিফ মিয়া। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code