২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
সিলেটে বুধবার তাপমাত্রা ছিল সাড়ে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় চলছে ভয়াবহ লোডশেডিং। বিদ্যুৎ যাচ্ছেতো যাচ্ছেই, আর ফেরার নাম নেই। প্রচন্ড গরমে বিদ্যুতের এই আসা যাওয়া আর থাকা না থাকায় সিলেটবাসীর জীবন রীতিমতো অতিষ্ঠ।
কেউ কেউ এই অবস্থাটাকে তুলনা করছেন ১০/১২ বছর বা তারও আগের অবস্থার সাথে। যখন বিদ্যুৎ যেতোনা মাঝে মাঝে আসতো।
গত সপ্তাহখানেক থেকে সিলেটে তেমন অবস্থাই বিরাজ করছে। আর এতে জনজীবনে নেমে এসেছে অবর্ননীয় দুর্ভোগ। ব্যবসা বাণিজ্যে পড়ছে নেতিবাচক প্রভাব। পানির চরম সংকটে ভোগতে শুরু করেছেন সিলেট নগরীর বিভিন্ন এলাকার মানুষ। গ্রামগঞ্জের অবস্থাও রীতিমতো হতাশার।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের কর্মকর্তারাও তেমন কোনো আশার বাণী দিতে পারছেন না। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম হওয়ায় এমন কঠিন পরিস্থিতিতে পড়েছেন সিলেটবাসী।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সিলেট নগরীর জন্য প্রতিদিন ১২৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৬২ মেগাওয়াট। আর সিলেট জেলায় ১৫০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র ৮০ মেগাওয়াট।
আর পুরো বিভাগে ২৩০ মেগাওয়াট চাহিদার মধ্যে সরবরাহ হচ্ছে মাত্র ১৩০ মেগাওয়াট। এ অবস্থায় সিলেটবাসীকে অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
লালদিঘীরপারের ব্যবসায়ী মতিউর রহমান বলেন, একি অবস্থা ভাই? এটা কি রকম লোডশেডিং? এভাবে চললে আমরা বাঁচব কিভাবে? বিদ্যুৎ একবার গেলে আর আসতে চায়না।
একই অবস্থা বিরাজ করছে উপজেলা শহরগুলোসহ গ্রামাঞ্চলেও। গোলাপগঞ্জের খাগাইল থেকে ফজলুর রহমান ও বিয়ানীবাজারের বড়দেশ থেকে সাদেক আহমদ জানান, একই অবস্থা তাদেরও। বিদ্যুৎ নেই। অসহনীয় যন্ত্রনা। উৎপাদন মারাত্মক ব্যাহত। ব্যবসা বাণিজ্যে ধ্বস, ইদ্যাদি ইত্যাদি।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ সিলেটের সহকারী প্রকৌশলী জারজিসুর রহমান জানান, গ্যাসের সংকট আছে। আছে উৎপাদনের ক্ষেত্রে আরও কিছু সমস্যা। সে কারণেই উৎপাদন কম, সরবরাহও কম। উৎপাদন বাড়লে সরবরাহও বাড়বে।
বিদ্যুৎ বিভাগ সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, আমাদের চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে কম। তাই এ অবস্থা। সরবরাহ কম হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, উৎপাদনে সমস্যা হচ্ছে হয়ত। তবে চলতি মাসের শেষের দিকে এ অবস্থা থেকে উত্তরণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D