১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
জলবায়ু ঋণ বাতিলের দাবিতে সিলেটে সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় ‘ক্ষতিপূরণ এবং ন্যায্য রূপান্তর এখনই’ স্লোগানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শহীদমিনার প্রাঙ্গণ থেকে সাইকেল র্যালী শুরু হয়। এরপর টিলাগড় পয়েন্ট ঘুরে টিলাগড় ইকোপার্কে এসে সাইকেল র্যালী সমাপ্ত হয়।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুরমা রিভার ওয়াটারকিপার ও প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন প্রাধিকারের আয়োজনে এই সাইকেল র্যালী হয়।
র্যালী শুরুর পূর্বে সিকৃবি শহীদমিনার প্রাঙ্গণ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেটের আহবায়ক আহবায়ক ডা. মোস্তফা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. অনিমেষ চন্দ্র রায়। সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করবেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম।
প্রাধিকার সাধারণ সম্পাদক ইসহাক হাসিবের সঞ্চালনায় আরও বক্তব্য দেন প্রাধিকারের সভাপতি মোহাম্মদ জিহাদ আহমেদ, ধরার সংগঠক অরূপ শ্যাম বাপ্পী, রেজাউল কিবরিয়া, সজল কান্তি সরকার প্রমুখ।
লিখিত বক্তব্যে সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম বলেন, বহুমুখী সংকটের পরিধি ক্রমাগত প্রসারিত হচ্ছে, বিশ্বের প্রতিটি প্রান্তে কোটি কোটি মানুষের জন্য ফাঁদ তৈরি হচ্ছে। সরকারি ঋণ বৃদ্ধি এবং অস্থিতিশীল ও অবৈধ ঋণ দক্ষিণের দেশগুলোর জন্য বড় বোঝা। ক্রমবর্ধমান অর্থনৈতিক ধ্বংস, বৈষম্য, দারিদ্রতা এবং দুর্দশার মাঝে, দক্ষিণের দেশগুলোর মানুষ তাদের জীবনের জন্য লড়াই করছে।
তিনি বলেন, এই অক্টোবরে বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের বার্ষিক সভা আয়োজন করছে, যার মধ্যে অর্থমন্ত্রীদের সভাও অন্তর্ভুক্ত। আসুন আমরা অর্থনৈতিক ন্যায়বিচার, লিঙ্গ সমতা, ঋণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের জন্য আরও জোরালো বিবৃতি এবং দাবি করার সুযোগটি কাজে লাগাই। এই সংস্থাগুলি, সেইসাথে ধনী দেশগুলি যারা আধিপত্য বিস্তার করে এবং তাদের থেকে উপকৃত হয়, তারা ঋণ এবং ধ্বংসের উত্তরাধিকার রেখে চলেছে এবং বিশ্বকে ন্যায়বিচার, সমতাবাদী এবং টেকসই করার জনা যে বিপ্লবী পরিবর্তনগুলি অত্যন্ত প্রয়োজন তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
প্রধান অতিথি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, দক্ষিণের দেশগুলোতে চলমান এবং ক্রমবর্ধমান লুণ্ঠন ও শোষণের পাশাপাশি বিশ্বব্যাংক এবং আইএমএফের গুরুতরভাবে অন্যায্য, অসম ব্যবস্থা এবং সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের আলোকে ঋণ, অর্থনৈতিক এবং জলবায়ু ন্যায়বিচারের জন্য আমাদের কণ্ঠস্বর এবং কর্মকাণ্ড আগের চেয়ে আরও জোরদার হওয়া উচিত।
ঋণের গণতান্ত্রিক শাসন ও আমাদের একটি জাতিসংঘ ঋণ কনভেনশন প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আইএমএফ এবং জি২০ অন্যায্য বৈশ্বিক ঋণ স্থাপত্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে, যা ঋণগ্রহীতা দেশগুলিকে তাদের কণ্ঠস্বর অস্বীকার করে এবং দায়িত্বশীল ঋণ এবং ঋণ গ্রহণের জন্য কোনও আইনি বাধ্যবাধকতামূলক নির্দেশিকা ছাড়াই ঋণ সংকটের এক অন্তহীন চক্রের দিকে পরিচালিত করে। সরকার ও বাণিজ্যিক ঋণদাতা এবং ঋণগ্রহীতা উভয়ই নিয়মিতভাবে বর্তমান আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার মান দ্বারা বর্ণিত দায়িত্বগুলিকে উপেক্ষা করে চলেছে। ২০২৫ সালের জুলাই মাসে সেভিলে অনুষ্ঠিত চতুর্থ জাতিসংঘের উন্নয়নের জন্য অর্থায়ন সম্মেলনে, বেশ কয়েকটি গ্লোবাল সাউথ দেশ এবং নাগরিক সমাজ সংস্থা সার্বভৌম ঋণের উপর জাতিসংঘের কাঠামো কনভেনশন গ্রহণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। গ্লোবাল নর্থ (বেশিরভাগ ইউরোপীয় দেশ) এতে বাধা দিয়েছে, লিঙ্গ সমতা, মানবাধিকার এবং গ্লোবাল সাউথের জনগণের জন্য পরিবেশের স্থায়িত্ব এবং সুরক্ষার মূলো তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করেছে। একটি বিশ্বব্যাপী নিয়ন্ত্রক কাঠামো প্রতিষ্ঠা করার জন্য যা অর্থ প্রদান বন্ধ অথবা অস্থিতিশীল এবং অন্যায্য ঋণ দাবি প্রত্যাখ্যান করার সার্বভৌম অধিকারকে সমর্থন করে, আমরা ঋণ ন্যায়বিচারের আহ্বানকারী জনপ্রিয় আন্দোলন এবং ঋণ, যার এবং ঋণ পরিসেবা সম্পর্কিত তাদের মানবাধিকারের বাধ্যবাধকতা পূরণে কাজ করা সরকারগুলিকে অটল সমর্থন প্রদান অব্যাহত রাখব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D