সিলেট রেলওয়ে স্টেশনের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

সিলেট রেলওয়ে স্টেশনের ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

Manual6 Ad Code

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ‍দুপুরে এই অভিযান শুরু করা হয়।

জানা যায়, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলছিলো দুপুর পৌনে ২টা পর্যন্ত। জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট আশিক মাহমুদ কবীরের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে তিনি অবৈধ স্থাপনা যারা বসিয়েছেন তাদের ২০ মিনিট সময় বেঁধে দেন সরে যাওয়ার জন্য।

২০ মিনিটের মধ্যে বিভিন্ন দোকান ও এসব অবৈধ স্থাপনার মালিকরা তাদের মালামাল সরিয়ে নেন। পরে বুলডোজার দিয়ে স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়।তিনি জানান, এখন পর্যন্ত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code

অভিযানে সহযোগিতা করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এর আগে গত ৭ অক্টোবর সিলেটের জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন সিলেটে কোন অবৈধ স্থাপনা থাকবে না। বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশেপাশে যেসব অবৈধ স্থাপনা গড়ে উঠেছে সেগুলো শিগগির উচ্ছেদ করা হবে। এই ঘোষণার কয়েকদিনের মাথায় বৃহস্পতিবার এই অভিযান চালানো হলো।

Manual7 Ad Code

গত মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ডিসি বলেন, “সরকারি বাসা বা স্থাপনা সাবলেট (তৃতীয় পক্ষকে ভাড়া) দেয়ার কোনো সুযোগ নেই। যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সিলেট শহরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। পর্যায়ক্রমে রেলওয়েসহ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।”

Manual5 Ad Code

জেলা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের অভিযান নিয়মিত হলে নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরে আসবে।


 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code