সিলেটে রেললাইনে শুয়ে রেলপথ উন্নয়নের দাবি

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫

সিলেটে রেললাইনে শুয়ে রেলপথ উন্নয়নের দাবি

Manual7 Ad Code

সিলেট-ঢাকা রেলপথকে ডাবল লাইন করা ও নতুন ট্রেন চালুর দাবিতে সিলেটের রেললাইনে শুয়ে প্রতীকী আন্দোলন করেছেন কয়েকটি সামাজিক সংগঠনের সদস্যরা।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ৩টার দিকে দক্ষিণ সুরমার রেলগেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজন করে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা।

কর্মসূচি শেষে এক নাগরিক সমাবেশও অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে যানজট ও দুর্ভোগের কারণে এখন যাত্রীরা রেলপথে স্বস্তি খোঁজেন। কিন্তু রেলের টিকিট পাওয়া এখন ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে। টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়, অথচ কালোবাজারে তা তিন-চার গুণ দামে বিক্রি হচ্ছে।

বক্তাদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের নীরব ভূমিকা ও যোগসাজশ ছাড়া এমন সিন্ডিকেট সম্ভব নয়।

বক্তারা আরও বলেন, ‘সিলেটকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হচ্ছে।’

Manual4 Ad Code

তারা দ্রুত সিলেট-ঢাকা রেলপথকে ডাবল লাইন করা, নতুন ট্রেন সংযোজন, সিলেট–চট্টগ্রাম ও সিলেট–কক্সবাজার রুটে বিরতিহীন ট্রেন চালু, সিলেট–ছাতক রুটে ট্রেন পুনরায় চালু, ট্রেনের মানোন্নয়ন এবং অতিরিক্ত বগি সংযোজনের দাবি জানান।

Manual7 Ad Code

সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সিলেট-ঢাকা রেলসেবার উন্নতি না হলে আমরা রেলের ইঞ্জিনের সামনে শুয়ে প্রতিবাদ জানাব।’

Manual6 Ad Code

প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code