১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫
ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী এম এ মালিক।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের অনেকে এখনো প্রশাসনে লুকিয়ে আছে। যেটা প্রত্যক্ষ করা যাচ্ছে। নির্বাচন বিষয়ে তিনি বলেন, আমার জীবনের শেষ সময়ে মানুষের সেবা করতে চাই। এজন্য যুক্তরাজ্য ছেড়ে এলাকায় এসেছি। এরই ধারাবাহিকতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন, এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
রোববার (১২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম উপলক্ষে মতবিনিময় ও প্রেসব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের এই মতবিনিময়ের মূল উদ্দেশ্য হলো আমাদের দলীয় ও সামাজিক মানবিক কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে জানানো এবং এ কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করা। আমরা বিশ্বাস করি — রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এই বিশ্বাস থেকেই আমি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছি।
আমরা আগামী দিনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ডিপ টিউবওয়েল স্থাপন এবং শাড়ি ও কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। যা বিশেষ করে সিলেটের দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি বাস্তব সহায়তা হয়ে উঠবে।
এই উদ্যোগের মাধ্যমে আমরা সিলেটের প্রত্যেকটা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে আলোর দিশা পৌঁছে দিতে চাই। এটা শুধু চোখের আলো নয়, মানবতার আলোও। তাছাড়া যারা শীতের কষ্টে ভোগেন, বিশুদ্ধ পানির অভাবে যারা প্রতিদিন দুর্ভোগে থাকেন, তাদের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এই ছোট উদ্যোগগুলো একদিন একটি বড় পরিবর্তনের বীজ বপন করবে।
মানবিক বাংলাদেশ গড়ে তোলার এই প্রয়াসে আমি সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানাই, আসুন, আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াই। আমরা সবাই মিলে একটি মানবিক, ন্যায় ভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি।
ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে তেলিবাজার সংলগ্ন আমার বাড়ীতে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের ঘোষণা করেন তিনি। ইতোমধ্যেই ব্যক্তিগতভাবে ৩০টি ডিপ-টিউবওয়েল যা আমাদের অঞ্চলের বিভিন্ন স্কুল মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ দারিদ্র্য অসহায় পরিবারে স্থাপনের কার্যক্রম চলমান রেখেছি।
তিনি বলেন, ডিপ টিউবওয়েল সমস্যার সমাধানে যাদের ডিপ টিউবওয়েল দরকার তাদেরকে দিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করিয়েছি। আল্লাহর রহমতে টিউবওয়েলগুলো আগামীকাল (সোমবার) আসার কথা এবং আসা মাত্রই আপনারা জানতে পারবেন।
আমি শীঘ্রই শাড়ী এবং কম্বল আমাদের সমাজের অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ শুরু করব। যদি আপনাদের জানাশোনার মধ্যে কোন দারিদ্র্য অসহায় পরিবারের সন্ধান থাকে, দয়া করে আমাকে জানাবেন। আমি তাদের সহায়তা করব।
এসময় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানাসহ বিএনপি, যুবদল, সেচ্চাসেবকদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D