সিলেটে দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪ জন

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫

সিলেটে দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৩৪ জন

Manual2 Ad Code

সিলেট অঞ্চলে ডেঙ্গুর ভয়াবহতা কমছে না। নতুন করে আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা, লোকজনের কাছে বাড়ছে আতঙ্ক। শুধু অক্টোবরের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, শনিবার (১১ অক্টোবর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৫ জন।

Manual7 Ad Code

এরমধ্যে, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৫ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ৪ জন, হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

Manual5 Ad Code

১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৪ জন। আর ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৭ জন।

Manual8 Ad Code

জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী সিলেট জেলায় আক্রান্ত ৩৯ জন, সুনামগঞ্জে ৩৩ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১২৪ জন (কিশোরগঞ্জ হতে আগত-১ জন)। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র। জমে থাকা পানি পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা, মশারি ব্যবহার এবং চারপাশ পরিচ্ছন্ন রাখা এখনই এসব অভ্যাসে মনোযোগ না দিলে সামনে শঙ্কা আরও বাড়বে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code