জৈন্তাপুরে চেয়ারম্যান এখলাছের উপর হামলা : অবরোধ-সংঘর্ষ

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

জৈন্তাপুরে গরু চুরিকে কেন্দ্র করে জৈন্তাপুর ২ নম্বর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানকে বুধবার সন্ধ্যা ৬ টার দিকে ১০/১২ যুবক মারধোর করে। এতে তিনি গুরুতর আহত হন।

এর প্রতিবাদে এখলাছুর রহমানের সমর্থকরা সন্ধ্যা ৬ টার দিকে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলতে গেলে অবরোধকারিদের সাথে তাদের সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এখনও ঘটনাস্থলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনাস্থলে নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্তি দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আহত চেয়ারম্যান এখলাছুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট