২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, চব্বিশের ১ লা জুলাই ছিলো ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের চূড়ান্ত সুচনা কাল। পতিত ফ্যাসিস্ট সরকার ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে গণহত্যার নৃশংস মহড়া শুরু করেছিল। যা ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তির চূড়ান্ত পতন নিশ্চিত করে। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতরা দেশ মাতৃকার গর্বিত সন্তান। তাদের শাহাদাত ও ত্যাগ বৃথা যেতে দেয়া হবেনা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করলে এই জাতি আর কোন দিন স্বৈরাচারের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবেনা। জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি মঙ্গলবার (১ জুলাই) বাদ আসর নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জামায়াত কেন্দ্রঘোষিত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ৩৯ দিনের কর্মসূচীর ১ম দিনে সিলেট মহানগর জামায়াতের আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহানগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মুফতী আলী হায়দার।
মাহফিলে অংশ নেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, জামায়াত নেতা আজিজুল ইসলাম, ক্বারী আলাউদ্দিন, শফিকুল আলম মফিক, শামীম আহমদ ও আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
মাহফিল পূর্ব আলোচনায় নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতগণ আমাদের প্রেরণার বাতিঘর। তাদের রক্ত ও ত্যাগ আমরা ব্যর্থ হতে দিতে পারি না। স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ ও জাতির যে ক্ষতি করেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের সকল গণহত্যা ও নৃশংসতার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D