সিলেট চেম্বারে ব্লক বাটিক বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

সিলেট চেম্বারে ব্লক বাটিক বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

Manual1 Ad Code

এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ব্লক বাটিক বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ( ২২ মে) দুপুর সাড়ে ১২টায় চেম্বারের কনফারেন্স হলে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের প্রশাসক, সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা।

Manual6 Ad Code

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সাজু বড়ুয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।

স্বাগত বক্তব্যে চেম্বার প্রশাসক বলেন, এসএমই ফাউন্ডেশন ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথ উদ্যোগে আয়োজিত ব্লক বাটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাটি অত্যন্ত সময়োপযোগী। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে উদ্যোক্তাদের দক্ষতা বাড়ে, সেই সাথে পণ্যের মানও বৃদ্ধি পায়।

তিনি বলেন, বাজারে ব্লক বাটিক কাপড়ের চাহিদা দিনদিন বাড়ছে। এ চাহিদা অনুযায়ী পণ্য যোগান দিতে উদ্যোক্তার সংখ্যা বাড়াতে হবে। তিনি সিলেটের নারীদেরকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক খাতে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক সাজু বড়ুয়া বলেন, শেখার কোন শেষ নেই। ক্রমবর্ধমান বাজারে নিজের পণ্যকে এগিয়ে রাখতে মান উন্নয়ন জরুরী। এসএমই ফাউন্ডেশন এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মাশালাটি আয়োজনে সার্বিক সহযোগীতার জন্য সিলেট চেম্বার অব কমার্সকে আন্তরিক ধন্যবাদ জানান।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মূল্যায়নকারী নাজমুন নাহার, প্রশিক্ষণার্থী সেলিনা আক্তার ও কাইট্স মাসুদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Manual8 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code