১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৭
সরকারি চাকরির ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য কোটা রাখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধী ও অটিস্টিকদের কাজে লাগানোর অনুরোধ জানিয়েছেন।
এ শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি সবাইকে সহানুভূতিশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দশম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কোনো না কোনো বিশেষ ক্ষেত্রে তীক্ষ্ম মেধা থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে।স্বাভাবিক ছেলে মেয়েদের সঙ্গে অটিস্টিক শিশুদের একই স্কুলে পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হ্যাঁ, এটা জানি বিশেষায়িত স্কুলেও তাদের যেতে হবে। কিন্তু সেটা সবার জন্য প্রযোজ্য নয়। অন্যদের সাথে স্কুলে গেলে সবার সঙ্গে মিলে-মিশে থাকলে অটিস্টিক শিশুরাও অনেকটা ভালো হয়ে উঠতে পারে।
স্বাভাবিক শিশুরা যাতে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল থাকে সেজন্য ছোটবেলা থেকে সেভাবে তৈরি করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ছোটবেলা থেকে সবাইকে এই শিক্ষাটা দিতে হবে।
স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য লিফট, র্যা ম্প ও বিশেষ টয়লেট রাখার বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশে ১৫ লাখ ১০ হাজার ৮০০ প্রতিবন্ধী ব্যক্তির ডাটাবেজ তৈরি করা হয়েছে এবং প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ অব্যহত রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, অটিস্টিক শিশুরা খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় তারা ভালো ফল করছে। তারা বিদেশ থেকে স্বর্ণপদক নিয়ে আসছে। অনেক ক্ষেত্রে তারা সুস্থদের চেয়েও ভালো করছে।
প্রতিবছর এই শিশুদের আঁকা ছবি দিয়ে তৈরি কার্ডেই নববর্ষ, ঈদ ও অন্যান্য দিনের শুভেচ্ছা পাঠান বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
সকলকেই সহযোগিতার হাত বাড়াতে হবে, তাহলেই এই মানুষগুলো সমাজের বোঝা হয়ে না থেকে, সম্পদে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্য গঠিত ট্রাস্ট ফান্ডে বিত্তশালীদের আর্থিক সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধীদের জন্য বিশেষ সফটওয়ার তৈরি করতে সরকারের উদ্যোগের কথা জানান তিনি। বেসরকারি উদ্যোক্তদের এক্ষেত্রে এগিয়ে আসার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
অটিজম বিষয়ে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, অটিজম বিষয়ে জানতাম না। অনেকে মনে করতো জ্বিনে-ভূতে ধরেছে। যে মা প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুর জন্ম দিতেন তাকেও হেয় করা হতো। আসলে একটা শিশু নানা রকম সমস্যা নিয়ে জন্ম নিতে পারে। এজন্য তার প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন।
অটিস্টিক শিশুদের কল্যাণে তার কন্যা পুতুলের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের সঙ্গে কথা বলে বলে শিখেছি, অটিজম সংকটের গভীরতার দিকগুলো। আর তার ভিত্তিতেই সরকারের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।
তিনি বলেন, জাতিসংঘের এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে সায়মা। আর তা গৃহীতও হয়। দেশেও একসময় অটিজম নিয়ে সাধারণ মানুষের সচেতনতা ছিলো না, যা এখন ধীরে-ধীরে তৈরি হচ্ছে।
প্রতিবন্ধী ও অটিস্টিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের রয়েছে অনন্য প্রতিভা। আপনাদের প্রতিভাকে বিকশিত করাই আমাদের লক্ষ্য। বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ডারউইন, নিউটন জীবনের একটা সময় অটিজমের মধ্যে দিয়ে কাটিয়েছেন। সাহিত্যে নোবেল বিজয়ী উইলিয়াম বাটলার ইয়টস, ড্যানিস কবি হ্যানস অ্যান্ডারসন, সুরস্রষ্টা বিথোভেন, মোজার্ট প্রতিবন্ধী ছিলেন। বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংস আজীবন প্রতিবন্ধী থেকেও তার আবিষ্কার থেমে থাকেনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ড. মোজাম্মেল হোসেন, সচিব জিল্লার রহমান প্রমুখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D