১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৭
তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধি দল। রবিবার দিবাগত রাতে প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছায়।
সোমবার দুপুরে বিজিএমইএ নেতাদের সঙ্গে প্রতিনিধি দলটি বৈঠক করবে। কয়েকটি পোশাক কারখানাও ঘুরে দেখবেন তারা।
Manual5 Ad Codeআগামী জুনের মধ্যে শ্রম অধিকার সুরক্ষায় বাংলাদেশকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। মূলত এজন্যই প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে বলে ইইউ দূতাবাস সূত্রে জানা গেছে।এ দলটি ইউরোপের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) পাওয়ার বিষয়ে সুপারিশে ভূমিকা রাখবে।
ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য হলেন-লিন্ডা ম্যাকাভেন, আর্নে লেইতজ্, নোবার্ট নুয়েসার ও অ্যাগনেস জনজেরিয়ুস।
Manual5 Ad Codeতিন দিনের সফরের তারা বিজিএমইএ ছাড়াও আলোচনা করবেন ট্রেড ইউনিয়ন, অ্যাকর্ড, আইএলওর প্রতিনিধিদের সঙ্গে।
Manual2 Ad Codeকথা বলবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে।
এ ছাড়া তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও আলোচনা করবেন।
Manual5 Ad Code২৯ মার্চ সন্ধ্যা ৬টায় ঢাকায় ইইউ দূতাবাসে দলটি সংবাদ সম্মেলনে তাদের পর্যবেক্ষণ তুলে ধরবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D