৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
সিলেটের বিশ্বনাথে ডাকাত অপবাদ দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দম্পতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সাবেক স্ত্রী ও শ্যালকসহ ৫জনের নামে ওই মামলাটি দায়ের করেছেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের আরশ আলীর ছেলে আশরাফ আলী (৩৯)। বিশ্বনাথ থানায় মামলা নং-০৮।
মামলার আসামিরা হলেন- সিলেট নগরীর কুয়ারপাড় ইঙ্গুলাল রোডের ১৯ নং বাসার বাসিন্দা প্রবাসী আশরাফ আলীর সাবেক স্ত্রী (তালাক প্রাপ্ত) আয়েশা বেগম (২৭), গিয়াস উদ্দিনের পুত্র ফাহাদ (২৫), হোসেন গিয়াস উদ্দিন (৬০), ইসলাম উদ্দিন (৬৫), সহ অজ্ঞাতনামা আরও ৬/৭জন।
বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, ২০১৯ সালে আসামি গিয়াস উদ্দিনের মেয়ে আয়েশা বেগমের সাথে বিবাহ হয় আশরাফ আলীর। কারণ বসত দেড় বছরের মাথায় আইন অনুযায়ী আয়েশা বেগমকে তালাক দিয়ে অন্যত্র একটি বিয়েও করেন ওই প্রবাসী। এরপর থেকে ওই পরিবার তাকে (প্রবাসীকে) নানাভাবে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। গত ফেব্রুয়ারী মাসে যুক্তরাজ্য থেকে দেশে আসেন আশরাফ আলী।
গত ১১ মার্চ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সিলেট শহরে যান। সন্ধার পর বাড়ি ফেরার পথে সিলেট নগরের জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তাদের ব্যবহৃত গাড়িতে উঠার সময় বিবাদীগন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। হামলায় তারা স্বামী-স্ত্রী দু’জনই রক্তাক্ত জখমি হন। তাদের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায়। পথচারীরা তাদেরকে গাড়িতে তুলে দিলে আহত অবস্থাতেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন।
কিন্তু সন্ত্রাসীরা তাদেরকে হত্যার উদ্দেশ্যে মোটরসাইকেল ও মাইক্রোবাস যোগে পিছু নিয়ে ধাওয়া শুরু করে আবার। একপর্যায়ে তারা বিশ্বনাথের রামপাশা বাজারে গিয়ে পৌঁছালে ডাকাত ডাকাত বলে তাদের প্রাইভেটকারের গতিরোধের পর ফের হামলা চালিয়ে প্রাইভেটকারটি ভাংচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় থানায় নিয়ে যায়। আর এ ঘটনায় ওই মামলাটি দায়ের করেন প্রবাসী আশরাফ আলী।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা সিলেট শহরে বসবাস করছে। তাই গ্রেফতার করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D