গোলাপগঞ্জে জন্ম মৃত্যু-নিবন্ধন কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু-নিবন্ধন কার্যক্রম সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

গোলাপগঞ্জে জন্ম মৃত্যু-নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিতকরণ সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার মডেল মসজিদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। এতে মূখ্য আলোচক ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব)
সুবর্ণা সরকার।

এসময় উপস্থিত ছিলেন সরকারী কমিশনার (ভূমি),ফয়সাল মাহমুদ ফুয়াদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় অংশগ্রহণে ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিবারের বিভিন্ন পর্যায়ের পরিদর্শক ও কর্মীরা।

উক্ত কর্মশালায় জন্ম মৃত্যু নিবন্ধন এর কার্যক্রম ত্বরান্বিত করার জন্য ১২ টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় চিহ্নিত করেন যা কর্মশালার মূখ্য আলোচক জনাব সুবর্ণা সরকার, উপপরিচালক, স্থানীয় সরকার কর্তৃক প্রশংসিত হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন তিনি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট