মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ তুলা পুড়ে ছাই হয়ে গেছে।

রোবাবর (৯ মার্চ) বিকেল পাঁচটায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড্ডা এলাকায় এস এম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাধবপুর ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার মো. রাকিব উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানার তুলার গোডাউনে ফর্কলিফ্ট’র ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে মাধবপুর ও হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে দুই ঘন্টার প্রচেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট