ওসমানীনগরে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ী ছাড়া প্রবাসীর পরিবার

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

ওসমানীনগরে সন্ত্রাসীদের তান্ডবে বাড়ী ছাড়া প্রবাসীর পরিবার

সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসীদের তান্ডবে গ্রামের বাড়ীতে নিজ বাড়ী-ঘরে বসবাস করতে পারছেন না যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনীরচর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী আব্দুল হক ছানু মিয়া।

প্রবাসী আব্দুল হক ছানু মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালনীরচর গ্রামের বাসিন্দা খুবাইব আহমদ সিজুল। তিনি জানান, গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে মসজিদের মাইকে ডাকাত আসার মিথ্যা ঘোষণা দিয়ে প্রবাসী আব্দুল হক ছানু মিয়ার বাড়ি লুট করেন, হত্যা ও ডাকাতি মামলার আসামী কালনীরচর গ্রামের জুনাইদ, আকাইদ মিয়া, খনকার মিয়া, শিবরুল আমিন, ইমন মিয়া ও রুমন মিয়া, ফাহিম আহমদ ধন মিয়া, মোবারক হোসেন মেন্দি মিয়া। এসময় তারা প্রবাসীর ঘর থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে ঘরের বিভিন্ন অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে প্রবাসী পরিবারকে প্রাণ নাশের হুমকী দিয়ে যায়।

প্রবাসী আব্দুল হক ছানু মিয়া জানান, গত দুই মাস ধরে তার পরিবারসহ এক ছেলে নিয়ে যুক্তরাজ্য থেকে নিজ বাড়ী উত্তর কালনীরচর গ্রামে তার পৈর্তৃক বাড়ীতে উঠেন। কিন্তু দেশে আসার পর থেকে আওয়ামীলীগের সময়ে বিভিন্ন অপকর্মের সুবিধা নেয়া উল্লেখিত সন্ত্রাসীরা তাদের দলবল নিয়ে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কালনিরচর বাজারের মার্কেট আওয়ামীলীগ স্বৈরাচারী সরকারের সহযোগীতায় জবর দখল করে নেয়। উক্ত বিষয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ একাধিক বার সালিশ বৈঠক করে বিরোধ মিমাংসায় ব্যর্থ হলে প্রবাসী ছানু মিয়া ২০২০ সালে আইনের আশ্রয় নিলে মামলার রায় তার পক্ষে আসে। তারপর তিনি উচ্ছেদ মামলা করলে ম্যাজিস্ট্রেট সরেজমিনে এসে জায়গা দখল মুক্ত করে দেয়ার পর থেকে মার্কেটের কাজে বিভিন্ন ভাবে বাধ্যগ্রন্থ করে ২০ লক্ষ টাকা চাদা দাবী করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, তার উপর ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গভীর রাতে গ্রামে ডাকাত এসেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তার বাড়ী-ঘর লুঠ করে। রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করতে গেলে অভিযুক্ত সন্ত্রাসীরা পুলিশকে ডাকাত ডাকাত বলে তাদের উপরও হামলা চালায়।

এসময় ৪ পুলিশ সদস্য আহত হন। ১ মার্চ শনিবার রাতে ওসমানীনগর থানা পুলিশ সন্ত্রাসীদের বাড়ীতে অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে। ঔ রাতে পুলিশ অভিযান শেষে ফিরে আসার পর রাত ১টার দিকে সন্ত্রাসী জুনাইদ ও আকাইদ আবার তাদের দলবল নিয়ে ছানু মিয়ার বাড়ীতে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এ সময় তার ঘর হতে নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও রমজান মাসে অসহায় দরিদ্র মানুষের জন্য দান করা প্রায় ৩ লক্ষ টাকার ত্রান সামগ্রী মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা একই রাতে ছানু মিয়ার চাচা হাজী লোকমান আলীর গেইট ভেঙ্গে তার বাড়ীতেও হামলা করে এবং আরেক চাচাতো ভাই খছরু মিয়া ও খালেদ মিয়ার বাড়ীতে হামলা করে প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ নিয়ে পুলিশ একটি এ্যাসল্ট মামলা ও প্রবাসী পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রবাসী আব্দুল হক ছানু মিয়া জানান, খুবই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা আছি। আমাদের জানমালের নিরাপত্তা না থাকায় আমরা এলাকায় যেতে ভয় পাচ্ছি। তাদের অত্যাচারে পরিবার নিয়ে শহরে আছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হক ছানু মিয়া ও তার স্ত্রী রেহানা পারভিন, রুহেল মিয়া, খুবাইব আহমদ সিজুল, খছরু মিয়া, সুয়েব মিয়া প্রমুখ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট