সিলেটে জুলাই বিপ্লবে আহতদের সম্মাননা ও স্মারকের মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

সিলেটে জুলাই বিপ্লবে আহতদের সম্মাননা ও স্মারকের মোড়ক উন্মোচন

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, টানা ১৮ বছর আওয়ামী ফ্যাসিস্টদের খুন-গুম-হত্যা নির্যাতন সকল স্বৈরাচারী সরকারকে হার মানিয়েছে। তারা অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশে একাধিক গণহত্যা চালিয়েছে। জনগণের জানমাল রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে দলীয় ক্যাডারের ন্যয় ব্যবহার করেছে। সর্বশেষ জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনার গণহত্যা বিশ^বিবেককে নাড়া দিলেও ফ্যাসিস্টদের নাড়া দিতে পারিনি। তারা নানাভাবে দেশে সক্রিয় হওয়ার ষড়যন্ত্র করছে। গণহত্যা, দুর্নীতি ও লুটপাটের বিচারের মাধ্যমে ফ্যাসিস্টদের রাজনীতি বন্ধ করতে হবে। এ ব্যাপারে ছাত্র-জনতাকে সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।

তিনি সোমবার রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৫ম আলোর অন্বেষণ বইমেলার ৩য় দিনে চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এরপর চব্বিশের অভ্যুত্থান নিয়ে ‘রক্তাক্ত জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রীয় জ¦ালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা ওয়েল কোম্পানীর পরিচালক (স্বাধীন) সালেহ আহমদ খসরু।

এর আগে বিকেলে ছাত্র-ছাত্রীদের চিত্রাঙ্কন ও কবিতা-আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত সাংবাদিক, ছাত্র-জনতা ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের মাঝে ক্রেষ্ট ও সম্মাননা পত্র তুলে দেয়া হয়।

আলোর অন্বেষণ’র সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফাজ্জুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠিত গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও ‘রক্তাক্ত জুলাই’ স্মারকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমেদ মাসুক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির পাঠাগার সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন রানু, সদস্য সচিব রায়হান হোসেন খান, মহানগর বিএনপির অর্থ সম্পাদক আলমগীর হোসেন, আলোর অন্বেষণের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এমজেএইচ জামিল।

চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আলী আজমান, কুমকুম ইয়াসমিন, স্বপ্লীল নওশীন ও কবি লেখক ছাদির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলোর অন্বেষণের সহ-সভাপতি নাহিদ আহমদ, দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, সংগঠক জসিম উদ্দিন, আল আমিন, ইয়াছিন আহমেদ মান্না, হাসান আহমেদ সানি, আহমেদ সাইফুল, রিয়াজ আলম ও জুনেল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহিয়ান প্রমূখ।