শাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘বিজয় ২৪’ করলো শিক্ষার্থীরা

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

শাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে ‘বিজয় ২৪’ করলো শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা নতুন নামকরণ করেছে ‘বিজয় ২৪ হল’।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে পূর্বের নাম ফলক ভেঙে নতুন ভাবে বিজয় ২৪ হল এর নাম সংযুক্ত ব্যানার টানিয়ে দেয়।

এসময় শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিস্ট হাসিনার লক্ষ্য ছিল এ দেশে পরিবারতন্ত্র কায়েম করা। দেশের বড় বড় স্থাপনায় নিজের পরিবারের নাম জুড়ে দিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে চেয়েছিল। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ আমরা এই ফ্যাসিস্টের প্রতীককে উপড়ে দিতে সক্ষম হয়েছি। সেই সাথে জুলাই বিপ্লবের শহিদ ও আহত ভাইদের স্মরণে ‘বিজয় ২৪’ নামকরণ করেছি।

তারা আরও বলেন, আমাদের চূড়ান্ত বিজয় এসেছে জুলাই বিপ্লবের মাধ্যমে। সামনে আমাদের অনেক কাজ বাকি, আমরা যেন জুলাইকে না ভুলি, সকল কাজ যেন জুলাইয়ের চেতনায় করতে পারি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট