১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে সরওয়ার আহমেদ চৌধুরী আবদাল ও সাধারণ সম্পাদক পদে জুবায়ের বখত জুবের বিজয়ী হয়েছেন। তারা দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের ২য় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল থেকে ভোট গণনা শুরু হয়ে রাতভর গণনা শেষে শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক। এসময় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার এম. আব্দুল করীম আকবরী ও জামিল আহমদ।
আইনজীবী সমিতির ২৬ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৫ জন প্রার্থী।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন সিলেট মহানগরের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা এটিএম ফয়েজ ৬৫৮ ভোট পেয়েছেন।
সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) সর্বোচ্চ ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জোছনা ইসলাম (৩৫৫), আলী হায়দার (২৩৩), সৈয়দ ফেরদৌস (২১৩) ভোট পেয়েছেন।
সহসভাপতি-২ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী জুলাই-আগস্টের দায়েরকৃত মামলার আসামি মোহাম্মদ মোখলিসুর রহমান। তিনি সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সোহেব আহমদ (৩৮২), আব্দুল হান্নান (৩৭৮) ও আফরোজ আহমদ (৬৪) ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের বখত জুবের ৩০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগপন্থী গোলাম রাজ্জাক (৫৮), বিএনপি পন্থী জোহরা জেসমিন (২৪), বামপন্থী দেলোয়ার হোসেন দিলু (২৮৫), আওয়ামী লীগপন্থী মাসুদুর রহমান মুন্না (৪৮), আওয়ামী লীগপন্থী মমিনুর রহমান টিটু (২৭৯), জামায়াতপন্থী আজিম উদ্দিন (১৮৪) ও বিএনপিপন্থী মশরুর চৌধুরী শওকত (২৪২) ভোট পেয়েছেন।
সিনিয়র যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগপন্থী ওয়াহিদুর রহমান চৌধুরী ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী ইকবাল আহমদ (৪৭৮) ও বিএনপিপন্থী তাজ রিহান জামান (২৩৬) ভোট পেয়েছেন।
যুগ্ম সম্পাদকের ২ পদে বিএনপিপন্থী রব নেওয়াজ রানা ৪২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতপন্থী আমিনুর রব চৌধুরী (১৫১), আওয়ামী লীগপন্থী কানন আলম(২৮৩), বিএনপিপন্থী সেবা বেগম (৩৫), বিএনপিপন্থী তানভীর আক্তার খান (২২২), জনতা পার্টির তাহামিনুল ইসলাম খান (২০২) ভোট পেয়েছেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D