সিলেটে সুবিধা বঞ্চিতদের মধ্যে সিনিয়র স্কাউটদের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৫

সিলেটে সুবিধা বঞ্চিতদের মধ্যে সিনিয়র স্কাউটদের শীতবস্ত্র বিতরণ

সিলেটে সিনিয়র স্কাউটদের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

অরণী মুক্ত স্কাউট দল সিলেটের ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও  বক্তব্য রাখেন, সিনিয়র স্কাউটবৃন্দ যথাক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম, মাহবুব কাদির শাহী, আশরাফ  গাজী, জগলুল হায়াত, সুনীল গোস্বামী, শহিদুল আমিন চৌধুরী, ফরহাদুজ্জামান মাহির, সিলেটের প্রথম প্রেসিডেন্ট রোভার স্কাউট জিয়াউল ইসলাম, তুহেলুর রহমান শিপন, নাসিম আহমদ চৌধুরী, মো. হা-মীম, আলী আকবর রাজন, মো: আরিফুল হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানে সুবিধা বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ। এছাড়াও স্কাউট নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ ও ডিবির হাওর এলাকায় দরিদ্র বঞ্চিতদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কাউটরা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। শীতের এই কঠিন সময়ে, চারপাশের সুবিধা বঞ্চিত মানুষগণ শীতে হিমশিম খাচ্ছেন। ঠিক তেমনি সময় শীত নিবারণের জন্য সামাজিক দায়বদ্ধতা থেকে সিনিয়র স্কাউট নেতৃবৃন্দ শীতবস্ত্র বিতরণ করছেন। স্কাউট  নেতৃবৃন্দ এই মহতি কার্যক্রম ছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। বক্তারা সিনিয়র স্কাউটদের মতো মানবতার কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট