লাখাইয়ে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৫

লাখাইয়ে ৫টি দোকান আগুনে পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এ আগুনের সূত্রপাত হয়।

এতে একটি ধোপার দোকান, তিনটি ফার্মেসি ও একটি টেলিকমের দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাত ১২টায় মোড়াকরি বাজারে হাফেজ কুতুব মিয়ার মার্কেটে থাকা একটি ধোপার দোকানে আগুন লাগে। পরে পাশের নোমান মিয়ার ফার্মেসি, কাজল দাশের ফার্মেসি, অনিক ফালের ফার্মেসি ও রাজ্জাক মিয়ার স্টুডিওতে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাজারের পাশে বলভদ্র নদী ও পুকুর থেকে পানি এনে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। রাত ১টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে দোকান ৫টি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মো. মোজাহিদ মিয়া জানান, ফার্মেসিগুলোতে থাকা ওষুধ, টেলিকমের দোকানে থাকা ফটোকপি মেশিন ও ক্যামেরাসহ মালামাল এবং ধোপার দোকানের সব কাপড় পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হবে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, আগুনে ৫টি দোকান পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যাওয়াসহ ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকারও বেশি হবে। তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট