ছুটির দিনে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

ছুটির দিনে গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড়

সপ্তাহের ছুটির দিনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (৩ জানুয়ারী) নানা বয়সের পর্যটকরা সকাল থেকেই ভিড় করেছেন পর্যটন কেন্দ্রগুলোতে।

ভারতের মেঘালয়ের ডাউকি পাহাড়, পাথর, চা-বাগান আর স্বচ্ছ জলের স্রোতধারা উপভোগ করতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে স্পটগুলোতে।

গোয়াইনঘাট উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র রয়েছে। পর্যটন কেন্দ্র গুলো হচ্ছে জাফলং, বিছনাকান্দি, সোয়াম্প ফরেস্ট রাতারগুল ও পানতুমাই ঝর্ণা।

এখানে উৎসব-পার্বণে পর্যটকদের উপচে পড়া ভিড় লেগে থাকে। বর্তমান শীত মৌসুম আর সাপ্তাহিক সরকারি ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি কয়েকগুণ বেড়ে গেছে। চার পর্যটন কেন্দ্রের মধ্যে জাফলংয়ে শুক্রবার সবচেয়ে বেশি পর্যটক বেড়াতে এসেছেন। সেখানে সকাল থেকেই পর্যটকরা দল বেঁধে ঘুরতে আসেন। দুপুর গড়িয়ে আসার পর থেকে জিরো পয়েন্টে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

বড় বড় বাস, পিকাপ, নোয়া, কার ও মোটরসাইকেলে করে প্রচুর পর্যটক এখানে বেড়াতে এসেছেন। জাফলংয়ের জিরোপয়েন্ট, খাসিয়াপল্লী ও চা-বাগানে গিয়ে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। পাহাড়, পাথর ও স্বচ্ছ জলের স্রোতধারায় মুগ্ধ ঘুরতে আসা পর্যটকরা। মায়াবি ঝরনায় পানি কম থাকায় সেখানে পর্যটকের উপস্থিতি ছিল একেবারেই কম।

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা সায়মান আতমেদ জানান, বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে জাফলং বেড়াতে এসেছেন। আগেও কয়েকবার জাফলং এসেছিলেন। তবে এবার যেন জাফলংয়ের সৌন্দর্য তার কাছে অন্যরকম লাগছে।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান, এবার বড়দিনের সঙ্গে সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় প্রচুর দর্শনার্থী বেড়াতে এসেছেন। আমাদের ব্যস্ততাও বেড়ে গেছে। কাপড় ব্যবসায়ী শাহাদাৎ হোসেন বলেন, শুক্রবার অনেক পর্যটক বেড়াতে এসেছেন। তাদের বেচাকেনাও ভালো।

জাফলং গ্রিন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক বাবলু বখত বলেন, ছুটির দিন উপলক্ষে রিসোর্ট আগে থেকেই বুকিং ছিল। আমরা আমাদের সাধ্যমত পর্যটকদের সেবা দিয়ে যাচ্ছি। শুধু ব্যবসা নয়, পর্যটকদের সেবা দেওয়াই থাকবে আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন জানান, শুক্রবার ছুটির দিনে জাফলংয়ে প্রচুর পরিমাণে পর্যটক বেড়াতে এসেছেন। তাদের সার্বিক নিরাপত্তা দিতে সকাল থেকেই ট্যুরিস্ট পুলিশ সদস্যরা কাজ করছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট