১০ টাকায় পেট ভরে ভাত খাওয়াচ্ছে সিলেট সোসাইটি

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

১০ টাকায় পেট ভরে ভাত খাওয়াচ্ছে সিলেট সোসাইটি

সিলেট সোসাইটির উদ্যোগে নগরীর অসহায়, দরিদ্র, ভাসমান মানুষ, ভিক্ষুক, মানসিক, বুদ্ধি ও বাক প্রতবন্ধী, বয়স্ক, শিশুসহ অসহায়দের নামমাত্র মূল্যে প্রতিদিন একবেলা খাবার খাওয়ানো হচ্ছে।

সামাজিক সংগঠন সিলেট সোসাইটির মাধ্যমে ১০ টাকার বিনিময়ে দুপুর বেলা দরিদ্র মানুষ পেট ভরে ভাত খাওয়ার সুযোগ পাচ্ছেন। যেকোন রেস্টুরেন্টে ৭০ টাকা মূল্যে যে খাবার পাওয়া যায় সেই খাবারগুলো ১০ টাকায় খেয়ে উপকৃত হচ্ছেন সমাজের বিভিন্ন শ্রেণির দরিদ্র মানুষ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর বন্দরবাজার লালদিঘির পাড়স্থ বাংলা রেস্টেুরেন্টে সুবিধাভোগীরা আনন্দের সাথে ভাত খেতে দেখা যায়।

জানা যায়, ২০২১ সাল থেকে সিলেট সোসাইটির মেহমানখানার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। সামাজিক সংগঠনের এই উদ্যোগ গ্রহণ করায় সমাজের দরিদ্র বঞ্চিত মানুষগণ শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর বেলা পেট ভরে ভাত খাবার সুযোগ পাচ্ছে।

খাবারের এমন মহতী উদ্যোগ দেখে নগরীর সর্বমহলের মানুষগণ সিলেট সোসাইটির ভূয়সী প্রশংসা করে অন্যান্য সামজিক সংগঠনকে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের আহবান জানান।

খাবার খেতে আসা এক ভিক্ষুক মহিলা কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘অনো আইলে মাত্র ১০ টেখায় পেট ভরিয়া ভাত খাইতাম পারি। যখন একজনর কাছ থাকি আমি হুনছি ইনো আইলে ১০ টেখায় খাইতাম পারমু তখন থাকি অনো আইয়া ডেইলি ভাত খাই। আল্লায় তারার ভালা করউক, অউ দোয়া করি হখল সময়।’

সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী জানান, সমাজের দানশীল ব্যক্তিদের সহযোগিতায় এই মহতী উদ্যোগ চালিয়ে যাচ্ছি। দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই কার্যক্রমে বঞ্চিত মানুষের স্বার্থে সমাজের যে কেউ সহযোগিতা নিয়ে এগিয়ে আসলে আমরা তাদের সহযোগিতা সাদরে গ্রহণ করবো। এছাড়াও সিলেট সোসাইটির মাধ্যমে সামাজিক ও কল্যাণমূলক কাজ চলমানের পাশাপাশি ভাত খাওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট