৭ ও ৮ ফেব্রুয়ারি বাউল শাহ্ আবদুল করিম লোক উৎসব

প্রকাশিত: ১১:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৫

৭ ও ৮ ফেব্রুয়ারি বাউল শাহ্ আবদুল করিম লোক উৎসব

একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ্ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’।

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) শাহ আবদুল করিমের পুত্র ও শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নুর জালাল তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

করিমপুত্র শাহ নুর জালাল পোস্টে লিখেন, বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবারও আয়োজন হতে যাচ্ছে ৭ ও ৮ ফেব্রুয়ারী (শুক্রবার ও শনিবার) ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’।

সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে তিনি পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার অনুরোধও করেন।

বাংলা লোকগানের এই বাউলসম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজিত হয়ে আসছে। উৎসবে এবারও সহযোগিতায় থাকছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বাউল সম্রাটের ভক্ত-অনুরাগীরা উৎসবের পুরোটা জুড়েই তাঁর গান দিয়ে তাঁকে স্মরণ করবেন। উজানধল গ্রামের আনাচকানাচে বেজে উঠবে বাউল আবদুল করিমের সুর। স্থানীয় মানুষের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকে আসা ভক্ত-সুধীজনেরাও অংশ হয়ে উঠবেন এই উৎসবের।

পাশাপাশি সংগীতপ্রেমী ও ভ্রমণপিয়াসীদের পদচারণ এই আয়োজনকে এবারও সার্থক করে তুলবে বলে আশা আয়োজকদের।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট