কুশিঘাটে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

কুশিঘাটে অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

Manual3 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষকদের সাথে মাঠে নেমে কাজ করেছিলেন। তাঁরই আদর্শ নিয়ে বিএনপি নেতাকর্মীরা বৈষম্যহীন সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। শীতের সময় তারা অনেক কষ্ট পায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শীতের শুরু থেকেই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কৃষকদল নেতা সালেক আহমদ। প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত অসহায় মানুসের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন যা অত্যন্ত প্রশংসনীয়।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ২৪ নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় জাতীয়তাবাদী কৃষকদল ২৪ নং ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালেক আহমদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

আব্দুল করীমের সভাপতিত্বে ও কৃষকদল নেতা ময়নুল হক স্বাধীনের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী বাসু, সহ-মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, সাবেক সদস্য তাহের আলী সুমন, খন্দকার আব্দুল মোমিন।

Manual2 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সদস্য ও ২৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, পারভেজ আহমদ, ২৪নং ওয়ার্ড বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওয়াকিল আহমদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমদ, যুবদল নেতা কয়েছ আহমদ, মহানগর যুবদলের সদস্য বুরহান আহমদ, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ আহমদ মনছুর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল আহমদ শিমুল।

Manual2 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code