শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলার শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী অর্পণ, আলোচনা সভা শেষে ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে মিছিল সহকারে নগরীর চৌহাট্টাস্থ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক মাসুমা খানমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি শহীদ আহমদ, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মনজুর আহমদ, জুয়েল আহমদ, সৈকত আহমদ, মাহফুজ রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা প্রমূখ।

আলোচনা সভায় বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর বলেন, বুদ্ধিবৃত্তিক চেতনায় গণআকাঙ্খাকে তুলে ধরার জন্য বুদ্ধিজীবীদের পাক হানাদারবাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদরদের হাতে প্রাণ দিতে হয়েছিল, সেই চেতনার ও আকাঙ্খা-স্বপ্নের দেশ এখনও বহু দূরবর্তী রয়ে গেছে।শহীদ বুদ্ধিজীবীদের সমৃদ্ধ আলোকিত চেতনাকে নব প্রজন্মের কাছে তুলে ধরার কাজও রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে না।শুধু বন্দনা-গীত গেয়ে ঐ চেতনার ও চেতনা সমৃদ্ধ শহীদ বুদ্ধিজীবীদের মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না।

তিনি শহীদ বুদ্ধিজীবী দিবসে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সেক্যুলার-গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক-বৈষম্যহীন রাষ্ট্র এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার লক্ষ্যে সবাই কে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট