বিদ্যালয়ে ভর্তির লটারির ফল ১২ ডিসেম্বর

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৪

বিদ্যালয়ে ভর্তির লটারির ফল ১২ ডিসেম্বর

সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের ফল লটারির মাধ্যমে নির্ধারিত হবে। আগামী ১২ ডিসেম্বর এই ফল প্রকাশ করা হতে পারে।

রোববার (১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, ভর্তির আবেদনের সময় নতুন করে আর বাড়ানোর সিদ্ধান্ত হয়নি।

মাউশি সূত্র জানায়, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়। এতে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন আবেদন করে। এর মধ্যে সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে ৬ লাখ ২৫ হাজার ৯০৪ জন। আর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে ৩ লাখ ৩৯ হাজার ৮০০ শিক্ষার্থী। সারা দেশে বিদ্যালয়ে ভর্তিযোগ্য শূন্য আসন ১১ লাখ ১৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে সরকারি স্কুলে আসনের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৬৬২টি। বেসরকারিতে শূন্য আসন ১০ লাখ ৭ হাজার ৬৭১টি। সরকারি স্কুলে ভর্তির জন্য আসনের তুলনায় ৬ গুণ বেশি শিক্ষার্থী আবেদন করে। অন্যদিকে বেসরকারি বিদ্যালয়ে আসনের চেয়ে সাত লাখ আবেদন কম পড়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট