জাফলং চা-বাগানে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় নির্মিত হচ্ছে ৪০০ মিটার বাঁধ!

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

জাফলং চা-বাগানে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় নির্মিত হচ্ছে ৪০০ মিটার বাঁধ!

এম এ মতিন, গোয়াইনঘাটঃ আকস্মিক ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কবল থেকে জাফলং চা-বাগান রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। জাফলং চা-বাগান তীরবর্তী বিদ্যুৎ টাওয়ার সহ সংলগ্ন এলাকায় বাস্তবায়ন হচ্ছে ৪০০ মিটার বাঁধ। সরকারের জরুরি খাত থেকে ৪০০ মিটার দৈর্ঘ্যের এ বাঁধটি নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী ১০/১৫ দিনের মধ্যে উক্ত বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

গত শুক্রবার (২২ নভেম্বর) পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ইসিএ এলাকা পরিদর্শনের পাশাপাশি জাফলং চা-বাগানের নদী তীরবর্তী ঝুঁকি পূর্ণ এলাকা ঘুরে দেখেন।

এ সময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জাফলং চা-বাগানের নদী তীরবর্তী এলাকায় বাঁধ নির্মাণ কাজ শুরুর পরিকল্পনা করতে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে সিলেট পানি উন্নয়ন বোর্ডের কারিগরি টিম সরেজমিনে জাফলং চা-বাগানে উপস্থিত থাকার কথা রয়েছে।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম জানান, প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জাফলং চা-বাগানের ব্যাপক ক্ষতি সাধন করে। ফলে ধীরে ধীরে জাফলং চা-বাগান এলাকা কমে আসছে। গত ২২ নভেম্বর পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান মহোদয় জাফলং ইসিএ এলাকা পরিদর্শনে আসলে জাফলং চা-বাগানের নদী তীরবর্তী ঝুঁকি অংশ নজরে পড়ে। এসময় সচিব মহোদয় জাফলং চা-বাগানে নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা রক্ষায় সরকারের জরুরি খাত থেকে ৪০০ মিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট