২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪
এম এ মতিন, গোয়াইনঘাটঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রে ১৯৫৭ সাল থেকে গ্যাস উত্তোলন হলেও এখনো গ্যাস পায়নি হরিপুর গ্যাসক্ষেত্রের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়াবাসী। দীর্ঘ ৬৭ বছর ধরে দেশের বিভিন্ন জেলা শহর ও রাজধানী ঢাকায় হরিপুর গ্যাসক্ষেত্রের গ্যাস সরবরাহ হচ্ছে। কিন্তু হরিপুর গ্যাসক্ষেত্রের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী এখনো গ্যাস সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।
এছাড়া হরিপুর গ্যাসক্ষেত্রে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীদের চাকুরিতেও অগ্রাধিকার দেয়া হচ্ছেনা।
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী জানান, সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার গর্ভ থেকে ১৯৫৫ সালে হরিপুরে গ্যাসের খোঁজ পাওয়া যায় এবং ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়। তখন হরিপুর গোয়াইনঘাট উপজেলাধীন ছিল। পরবর্তীতে জৈন্তাপুর উপজেলা গঠনের সময় হরিপুর এলাকাটি জৈন্তাপুর উপজেলার অন্তর্ভুক্ত হয়। ১৯৫৭ সাল থেকে বৃহত্তর জৈন্তিয়া এলাকার প্রাকৃতিক গ্যাসক্ষেত্র থেকে সারাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে। অথচ প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকা অর্থাৎ জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসী দীর্ঘ ৬৭ বছর ধরে এ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়ার স্থানীয় বাসিন্দারা হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদের চাকুরীর সুবিধায় স্থান হয়নি। উপরোল্লিখিত ৪টি উপজেলায় গ্যাস সরবরাহ ও স্থানীয়দের চাকুরির সুবিধার জন্য জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসী প্রতিনিয়ত মানববন্ধন, মিছিল মিটিং, গোল টেবিল বৈঠক এমনকি ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি পালন করেও কোন ফলাফল ঘরে তুলতে পারেননি। তিনি রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)’র চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রাকৃতিক গ্যাসের গর্ভধারিণী বৃহত্তর জৈন্তিয়া এলাকার জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট ও কোম্পানীগঞ্জবাসীর ঘরে ঘরে গ্যাস সরবরাহ ও হরিপুর গ্যাসক্ষেত্রে বিভিন্ন পদে চাকুরীর সুবিধা পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্মারক লিপি দেন।
স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবউদ্দিন শিহাব ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন প্রমূখ।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D