সিলেটে দিন দুপুরে ফুলকলি’র ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

সিলেটে দিন দুপুরে ফুলকলি’র ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই

সিলেট নগরীতে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইকারীরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর ১ লাখ নব্বই হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শাহপরাণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ করেছেন, ফুলকলি ফুডপ্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগরে ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

অভিযোগের বিবরনে জানা যায়, শনিবার ফুলকলির নিজস্ব গাড়ি চালক মোঃ আবু সালেহ চৌধুরী (৪২) প্রতিষ্ঠানের চন্ডিপুল শাখা থেকে ১ লক্ষ ত্রিশ হাজার টাকা এবং লালা বাজার শাখা থেকে ষাট হাজার টাকা গ্রহন করে ফের গাড়ি যোগে খাদিম নগরের উদ্দেশ্যে রওয়ানা হন। শিবগঞ্জ আসা মাত্র গাড়িটি বিকল হয়ে যায়। পরে শিবগঞ্জস্থ শিবলী মটরসে গাড়ি রেখে যন্ত্রাংশ ক্রয় করার জন্য তিনি সুবহানীঘাটে আসেন। সেখানে ক্রয় শেষে বেলা ১২টার দিকে উপশহর রোজভিউর সামন থেকে লোকাল সিএনজি যোগে শিবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় গাড়িতে উঠলো যাত্রীবেশী আরো তিনজন ছিনতাইকারী। শাহজালাল উপশহরের বি-ব্লকের নার্সিং কলেজের সম্মুখে আসামাত্র ওই ছিনতাইকারীরা অভিনব কায়দায় এক লক্ষ নব্বই হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। দিনদুপুরে এমন ঘটনায় হতবাক হয়েছেন কোম্পানীর ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন। তিনি বলেন দিনদুপুরে এ ধরনের ঘটনা হলে মানুষ কিভাবে রাতে চলবে।

শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, উপশহরে সিএনজিতে থাকা অজ্ঞাত ৩ ব্যক্তির বিরুদ্ধে ছিনতাই হওয়া বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট