শনিবার ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, লাগবে যেসব ডকুমেন্ট

প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৪

শনিবার ২০০ শহীদ পরিবার পাবে আর্থিক সহায়তা, লাগবে যেসব ডকুমেন্ট

‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র উদ্যোগে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের ২০০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

আজ শনিবার (২ নভেম্বর) থেকে আর্থিক অনুদান দেয়া শুরু হবে।

আজ দক্ষিণ সিটি করপোরেশন অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সহায়তার অর্থ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হবে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এবং শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
আর্থিক অনুদান যারা নিতে আসবেন তাদের সঙ্গে আন্দোলনে শহীদ ব্যক্তির সম্পর্ক নিশ্চিতে কিছু ডকুমেন্ট সঙ্গে আনারও পরামর্শ দিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে স্নিগ্ধ লিখেছেন, আর্থিক সহায়তা দেয়া হবে শুধুমাত্র যে সব পরিবারের সঙ্গে ১৬০০০ নম্বর থেকে যোযোগাযোগ করে নিশ্চিত করা হয়েছে তাদেরকে। তাদের সঙ্গে নিয়ে আসতে হবে:
১. শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি, ২. ডেথ সার্টিফিকেট, ৩. নমিনি (যার নামে অ্যাকাউন্ট তার) এনআইডি কার্ড, ৪. অবশ্যই শহীদ ব্যক্তির বাবা ও মায়ের এনআইডি কার্ড।
শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সঙ্গে শহীদ ভাইয়ের বাবা ও মাকে সঙ্গে আনতে হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
এদিকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা দেয়া হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেয়া হবে। আপাতত ঢাকা থেকে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট