জাহাঙ্গীরনগরে বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৪

জাহাঙ্গীরনগরে বিকেল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ, প্রতিবাদে প্রশাসনিক ভবনে হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জরুরি সিন্ডিকেট সভায় চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য বিশ্বিবদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।


বুধবার (১৭ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান বিশ্ববিদ্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন।

এমন সিন্ধান্তে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবন ভাংচুর করে শহীদ মিনার চত্বরে অবস্থান নিয়েছে। এ সময় পুলিশকেও শিক্ষার্থীদের সামনে মুখোমুখি অবস্থান করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সকাল ১০টায়  সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হতে থাকেন।

এদিকে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঐক্য পরিষদের শিক্ষকরা রেজিস্ট্রার ভবনে আসেন। এ সময় তারা শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে তাদের সঙ্গে আছেন।

এ সময় শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাফরুহী সাত্তার বলেন, ‘সিন্ডিকেট গতকাল সিদ্ধান্ত নিয়েছে হল বন্ধ করবে না। সিন্ডিকেটের সিদ্ধান্ত ৬ মাসের ভেতর পরিবর্তনের সুযোগ নেই। সুতরাং বন্ধ যদি দেওয়া হয় তবে তা বিশ্ববিদ্যালয়  এক্টের পরিপন্থী।’

এদিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান করায় উপাচার্য ড. নুরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে রেজিস্ট্রার ভবনের ভেতরে আটকা পরছেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, প্রশাসনের সিদ্ধান্ত মানি না, মানবো না।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট