হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা

হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।

বাবুনগরী বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ব বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ইনশাহআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলে জানান তিনি।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট