২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৬
সিলেট নগরীর জিন্দাবাজারের এ্যালিগ্যান শপিং মলের ব্যবসায়ী বকস্ মোবাইল’এর স্বত্তাধিকারী নগরীর জলারপারের বাসিন্দা করিম বকস্ মামুনকে গত ১৬ আগস্ট মঙ্গলবার নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শোক ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আমরা জলারবাসীর আয়োজনে ২০ আগস্ট শনিবার বিকাল ৫টায় জলারপার জামে মসজিদ প্রাঙ্গন হতে শোক র্যালিটি শূরু হয়ে জিন্দাবাজার হয়ে সিটি পয়েন্টে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
আলহাজ্ব কবির বকস্ এর সভাপতি্েত্ব ও মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন দাড়িয়াপাড়ার বিশিষ্ট মুরব্বী গৌছুল আলম গেদু।
বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহবায়ক ও শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্রের ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিবরিয়া হোসেন নিঝুম, কাকলী শপিং সিটির ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া ইমরুল, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আবউলাহ আল মামুন, মুক্তিযোদ্ধা গলির ব্যবসায়ী সমিতির সভাপতি মেহেদী কাবুল, বৃহত্তর জলারপার এলাকাবাসীর পক্ষে থেকে জলারপার সন্ত্রাস প্রতিরোধ নির্মূল কমিটির আহবায়ক আলহাজ্ব আলা বকস রোকন, করিম বক্স মামুনের পিতা আলহাজ্ব আনোয়ার বক্স (ভুলু), শমসের বকস্, আব্দুল মন্নান খান মনজু, মোহাম্মদ শাহজাহান মিয়া, সাইদুল হক, হুমায়ুন বক্স মিতু, সাবের খান, দবির আহমদ, রুমেন খান, এমাদ খান, রোমেন আহমদ, কয়েছ খান, জুনেদ আহমদ, শাহিন আহমদ শামীম, আব্দুল হান্নান খান দেবা, তাহমি বকস তাম্মু, এনাম আহমদ, আলমগীর কুমকুম, আদনান খান রিফাত খান, কাউছার খান, শফিউল আলম সুমন, এজাজ খান, রুহুল আমিন, সাগর চৌধুরী, মিসবাহ হোসেন।
এসময় পানসি রেস্টুরেন্টের ও পাঁচ ভাই রেস্টুরেন্ট, এল্যাগ্যান্ট শপিং মল, রাজাম্যানশণ ব্যবসায়ী সমিতি, কাকলী শপিং সেন্টার, জিন্দাবাজার ব্যবসায়ী ফোরাম, সিলেট কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রতিবাদ সভায় বক্তারা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী করিম বক্স মামুনকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। ৪৮ ঘন্টার মধ্যে মামুনের হত্যাকারীদের গ্রেফতার ও কাঠগড়ায় দাড় করানো না হলে আমরা জলারপারবাসীর পক্ষ থেকে অবরোধ, অবস্থান কর্মসূচী সহ কঠোর কর্মসূচী গ্রহণের হুশিয়ারী দেন।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
Office : Central Market (1st floor),
Bandar Bazar (Court Point),
Sylhet – 3100, Bangladesh.
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D