দেশ ও অন্তবর্তী সরকার নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

দেশ ও অন্তবর্তী সরকার নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে সিলেটে মানববন্ধন

Manual7 Ad Code

বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র নেতাকর্মীরা বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ওই সংগঠনে যারা নেতৃত্বে আছে তারা সবাই বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনে ছিলো। তাদের মধ্যে অন্যতম ‘ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ মুক্তিযুদ্ব মঞ্চ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বদরুদ্দোজা আকাশ, মো: সাজিদ ছাত্রলীগ কর্মী, আল জাবের আহমদ রুম্মান সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের ৮নং ওয়ার্ড সহ-সভাপতি আরিফ আহমেদ, মোল্লারগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি মো: লিমন আহমেদ উল্লেখযোগ্য।

Manual4 Ad Code

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সভাপতি সাজিদুর রহমান সাজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শাবিপ্রবি শাখার আব্দুল্লাহ আল মামুন, নর্থইস্ট মেডিকেল কলেজের ইব্রাহিম নিল, মদনমোহন কলেজের সাজ্জাদ রহমান, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের মো: কাওসার আহমেদ, সাইদুল ইসলাম সুহান, ফয়জুর রহমান সিফাত সহ অর্ধ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

মানববন্ধনে বক্তারা, বিদেশে বসে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও তাঁর নেতৃত্বে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এবং অপপ্রচারকারীদের দেশে এনে শাস্তির দাবী জানান।

Manual4 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code