সিলেটে চা বাগানে নারী হত্যার ঘটনায় সুনামগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

সিলেটে চা বাগানে নারী হত্যার ঘটনায় সুনামগঞ্জ থেকে যুবক গ্রেপ্তার

Manual8 Ad Code

সিলেটের লাক্কাতুরা চা বাগান সংলগ্ন স্থানে রাবেয়া বেগম হত্যা মামলার এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual1 Ad Code

র‌্যাব-৯ ও সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ অভিযানে মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর এলাকায় অভিযান চালিয়ে আল আমীন (২৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

আল আমীন সুনামগঞ্জ সদর থানার কুরবাননগর ইউপির ব্রাহ্মনগাঁও, আইমাগাঁও এলাকার রুপ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম রাবেয়া বেগম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার মৌলারপাড় এলাকার বাসিন্দা। তার স্বামী ফারুকসহ অজ্ঞাতনামা কয়েকজন ১৬ অক্টোবর পূর্বপরিকল্পিতভাবে তাকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর-পশ্চিমের একটি টিলার চূড়ার উপর নির্মমভাবে হত্যা করে ফেলে যায়। এই ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

র‌্যাবের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code