১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫
আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) সিলেট আলিয়া মাদরাসা মাঠে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজক প্রতিষ্ঠান সিলেটের খাদিমনগর পীরেরবাজার এলাকার ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্বের প্রভাবশালী নেতা, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ‘জামেয়াতুল খাইর’র শিক্ষাবিভাগীয় প্রধান মাওলানা আবদুল মুকতাদির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন- চিরমজলুম দেশ ফিলিস্তিনের সমস্যা শুধু মধ্যপ্রাচ্য বা একটি নির্দিষ্ট ভূখন্ডের বিষয় নয়। বরং এটি মুসলিম উম্মাহর জন্য এক গভীর সংকট ও দেশটির প্রতি মানবাধিকারবিরোধী অব্যাহত অপরাধ। আগামী ১৭ নভেম্বরের সিলেটের আন্তর্জাতিক সম্মেলন থেকে বিশ্বের মুসলিম দেশগুলোকে একযোগে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানানো হবে। আর সিলেটের এ সম্মেলনে জামেয়াতুল খাইরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুল মুনতাকিমের আমন্ত্রণে আসছেন- বাংলাদেশের ইতিহাসের সাথে প্রাসঙ্গিক এবং ইসলামি বিশ্বে বরেণ্য ব্যক্তিত্ব, পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখবেন সিলেটের ফিলিস্তিন সম্মেলনে। মজলুমদরদি এই আয়োজনে লাখো মানুষের সমাগমের প্রত্যাশা রয়েছে।
সম্মেলনটি ১৭ নভেম্বর বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাওলানা আবদুল মুকতাদির আরও বলেন- এই সম্মেলনের প্রধান অতিথি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সকল সংকটপূর্ণ ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বিভিন্ন মেয়াদে ২৫ বছরেরও বেশি সময় ধরে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে পালন করছেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। মাওলানা ফজলুর রহমান এমন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি মুসলিম সম্প্রদায়েরর মধ্যে এবং বিশ্বব্যাপী ঐক্য, মধ্যপন্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মুসলিম ওয়ার্ল্ড লিগের কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার। ২০০৫ সালের এশিয়ান সার্ভে রিপোর্টে মাওলানাকে এশিয়ার ৫ম ও বিশ্বের ১৯তম ধীমান রাজনীতিবিদ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়- ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’র প্রতিষ্ঠাতা মুফতি আবদুল মুনতাকিম বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম করাচীর প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও শিক্ষক। এছাড়া ইংল্যান্ডভিত্তিক স্যাটেলাইট চ্যানেল ইকরা টিভির নিয়মিত আলোচক। দেশে উচ্চতর গবেষণামূলক ইসলামি শিক্ষা ধারার চাহিদা পূরণের প্রত্যাশায় ৪ বছর আগে গড়ে তুলেছেন জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া। এটি উচ্চতর গবেষণামূলক একটি ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান।
সংবাদ সম্মেলনে ১৭ নভেম্বরের আয়োজনটি সফল করতে সাংবাদিক ও সিলেটবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব ও ‘জামেয়াতুল খাইর আল-ইসলামিয়া’র সিনিয়র মুহাদ্দিস মাওলানা শেখ আব্দুল গনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D