সাংবাদিক আজিজুল আম্বিয়া পেলেন “Global Properties Excellence Awards 2025”

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

সাংবাদিক আজিজুল আম্বিয়া পেলেন “Global Properties Excellence Awards 2025”

Manual1 Ad Code

বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি, ভারতের জয়বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া “Global Properties Excellence Awards 2025” অর্জন করেছেন।

গত ১১ আগস্ট ভারতের মুর্শিদাবাদে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার প্রচারে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়ে এ পুরস্কার দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

ড. আজিজুল আম্বিয়া এ উপলক্ষে বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়—এটি তাদের সবার, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবানভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, ড. আজিজুল আম্বিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী বাঙালিদের কল্যাণ, সংস্কৃতি প্রচার ও সংবাদ জগতে নিরলস অবদানের জন্য বিশেষভাবে পরিচিত।

Manual8 Ad Code


 

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code