ওসমানী বিমানবন্দরের অধিকৃত ভূমি নিয়ে চূড়ান্ত শুনানি ৭ এপ্রিল

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫

ওসমানী বিমানবন্দরের অধিকৃত ভূমি নিয়ে চূড়ান্ত শুনানি ৭ এপ্রিল

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে ভুক্তভোগীদের নিয়ে সিলেটের জেলা প্রশাসকের সম্ভাব্য চূড়ান্ত শুনানি আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ভুক্তভোগীদের নিয়ে শুনানির কথা থাকলেও আইনি জটিলতা থাকায় তা সম্ভব হয়নি। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ভুক্তভোগীদের সাথে আলাপ করে সময় চেয়ে আগামী ৭ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।

এদিকে শুনানিতে অংশ নিতে ব্যানার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন ভুক্তভোগীরা। এসময় ভুক্তভোগীরা বলেন, বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য আমাদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ পাঁচ বছর ধরে প্রাপ্য টাকা দেয়া হচ্ছে না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা নিঃস্ব হয়ে গেছি। আগামী ৭ এপ্রিল যেন আমাদের সাথে সুবিচার করে পাওনা বুঝিয়ে দেয়া হয়। অন্যথায় আমরা পরিবার নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবো।

শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান, ক্যাব’র মো. কবির হোসেন, ভুক্তভোগীদের মধ্যে ফিরোজ আলী, আব্দুল হাকিম, মন্তাজ আলী, সাইচ্ছা মিয়া, সাহেদ আহমদ, সুনু মিয়া, কবির আহমদ, মনসুর আহমদ, আলা উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ মকসুদ মতিন, রাজিব হোসেন লিটু, শাহনূর আহমদ, বুলবুল মিয়া, তছির আলী, মো. আহাদ আহমদ, মো. আলী হোসেন, মো. আমিনুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট