সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারী আটক

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৪

সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারী আটক

সিলেটে ৬১ বস্তা ভারতীয় চিনিসহ তিন চোরাকারবারীকে আটক করেছে মহনগর গোয়েন্দা পুলিশ।

রবিবার (৩১ মার্চ) দিবাগত রাত তিনটায় সিলেট-জাফলং মহাসড়কের শাহপরাণ (রহ.) থানাধীন চকগ্রামের দাসপাড়া সাকিনস্থ মেসার্স এ ই পেট্রোল পাম্পের সামনে থেকে মালামাল জব্দ ও চোরকারবারীদের আটক করা হয়।

সোমবার (১ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আটককৃতরা হলেন, শাহপরাণ (রহ.) থানাধীন মৃত জাবেদ মিয়ার ছেলে মো. লিটন মিয়া(২৮), মৃত ছিদ্দিক আলীর ছেলে সোহেল মিয়া (২৭), জৈন্তাপুরের উমনপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মুসা মিয়া (২১)। আটককালে তাদের কাছ থেকে ৩ লাখ ৫১ হাজার ৩৬০ টাকা সমমূল্যের ৬১ বস্তা ভারতীয় চিনি, একটি পিক আপ ট্রাক জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহনগরের উপ-পুলিশ কমিশনারের (ডিবি) সার্বিক দিক-নির্দেশনায় গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তাং-০১/০৪/২০২৪। আসামীদেরকে আইন অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট