মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন ফখরুলের

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

মোদীর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন ফখরুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে আসা কতটা শোভনীয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সম্প্রতি ভারতের দিল্লিতে সহিংসতা চলছে। পত্র-পত্রিকায় অভিযোগ আসছে খোদ মোদীর বিরুদ্ধে। এই সময় মোদীর বাংলাদেশ সফর করাটা কতটুকু শোভনীয় তা আমাদের ভেবে দেখা দরকার।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত পতাকা উত্তোলন দিবসের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যে চেতনায় মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, স্বাধীনতা যুদ্ধে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্নে মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল তার একটিও পূরণ হয়নি। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা জনগণের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে কতটুকু সম্পৃক্ত সেই প্রশ্ন আজ জনগণের মধ্যে দেখা দিয়েছে।

তিনি বলেন, বর্তমানে পৃথিবীর সব দেশেই একটা অস্থিরতা কাজ করছে। বিশ্বে একনায়কতন্ত্রের প্রভাব এখন বেশি দেখা যাচ্ছে। যারা জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, বিভিন্ন দেশের সরকারে তারাই প্রভাব বিস্তার করছে।

তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন ভালো কথা। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সমস্যার সমাধান হচ্ছে না।

আলোচনা সভায় জেএসডির কার্যকরী সভাপতি সা কা ম আনিসুর রহমান খান কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জোনায়েদ সাকি, ড. রেজা কিবরিয়া, ডাকসুর ভিপি নুরুল হক নুরু, তানিয়া রব এবং জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট