বলদী আর্দশ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রবাসী আফজল আহমদকে সংবর্ধনা

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০১৯

বলদী আর্দশ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে প্রবাসী আফজল আহমদকে সংবর্ধনা

সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আর্দশ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউ.কে’র যুগ্ম সম্পাদক, বলদী গ্রামের কৃতি সন্তান সাবেক শিক্ষক মোঃ আফজল আহমদ এর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৪ আগষ্ট শনিবার সকালে বিদ্যালয় একাডেমী ভবনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল মেহেদী তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সত্য ব্রত রায়।

প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সুন্দর পরিবেশ তৈরী করতে হবে। শিক্ষিত জাতি দেশে ও সমাজের কল্যাণে অব্যাহত রাখবে। বিশেষ করে প্রবাসীদের কল্যাণে দেশের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পাবে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়নের মূল চাবি কাঠি। তিনি প্রবাসী আফজল আহমদ এর উত্তোরোক্ত সাফল্য কামনা করে বিদ্যালয়ের উন্নয়ন বৃদ্ধি করতে সবার প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর সিনিয়র স্টাফ রির্পোটার ও দক্ষিণ সুরমা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আহাদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মোমিন ছইল মিয়া, তেতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজামুর রহমান নিজাম, বলদী যুব সমাজ কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ, উপকূল মানবাধিকার সোসাইটি দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি দিলোয়ার হোসেন মামুন।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জিলাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষার্থী রনি বেগম সুমি। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবী কামাল আহমদ, বলদী কমিউনিটি ক্লিনিকের ডাঃ নজরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজিয়া খানম, সহকারী শিক্ষক সাখায়াত হোসেন আকন্দ, শিপন রুদ্র পাল, সমিরন চন্দ্র দাস, রেহেনা আক্তার উর্মি, কাকলী আক্তার, ওয়ারিছ আলী, খন্ডকালিন শিক্ষক জয়নাল আবেদিন ও সোহেল আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট