সিলেটের ৫টি ইউনিটে ছাত্রদলের কমিটি বাতিল

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, জুন ৯, ২০১৮

সিলেটের ৫টি ইউনিটে ছাত্রদলের কমিটি বাতিল

সিলেট জেলা ছাত্রদলের ঘোষিত ৫াট ইউনিটের কমিটি বাতিল করা হয়েছে।

শুক্রবার (৮ জুন) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক নিয়ম লঙ্ঘন করে গত ৬ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা, কানাইঘাট উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌরসভা ও গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করায় ঘোষিত কমিটি বাতিল করা হল।

ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান শুক্রবার এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

একই সাথে দেশের সকল সাংগঠনিক ইউনিট সমূহকে তাদের অধীনস্থ ইউনিট গঠন ও পুনর্গঠন স্থগিত রাখতে নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট