গোলাপগঞ্জে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

গোলাপগঞ্জে গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বৈটিকর হাজীরপুরে গাড়ি চাপায় সাব্বির আহমদ (২১) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এছাড়াও অন্য আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাব্বির উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির উত্তর রায়গড় গ্রামের মুহিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে সাব্বির ও তার বন্ধু মোটরসাইকেল যোগে সিলেটের পথে রওয়ানা দেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় উপর পাশে গোলাপগঞ্জগামী সিএনজির সামনে পড়েন। এ সময় সিএনজি তাকে চাপা দেয়। এরপর পিছনে থাকা বাসও থাকে চাপা দেয়। এতে সাব্বির ঘটনাস্থলেই মারা যান। অপরজন গুরুতর আহত হন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মীর আবু নাসের দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট