‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণের শব্দ, মুহুর্মুহু গুলি

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণের শব্দ, মুহুর্মুহু গুলি

রাজধানীর মিরপুরে ‘জঙ্গি আস্তানায়’ রাতে তিন থেকে চারটি ভারী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মঙ্গলবার রাত ৯টা ৩৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণে আশপাশের এলাকা কেঁপে ওঠে। ভবনটির ওপর আগুনের শিখা দেখার পর এখন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটের দিকে ওই ভবনটির কাছে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।

এদিকে ‘জঙ্গি’ আব্দুল্লাহ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে আত্মসমর্পণ করবে বলে জানালেও এখন পর্যন্ত (প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত) আত্মসমর্পণ করেনি সে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে সে আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে।

তিনি বলেন, আমাদের অগ্রাধিকার ছিল এই ভবনের অন্যান্য নিরপরাধ বাসিন্দাদের নিরাপত্তা দেয়া। আমরা সারা দিনে তাদের সরিয়ে আনতে সক্ষম হয়েছি। সারা দিন আমরা তার (আবদুল্লাহ) সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেছি। সেই সময় সে আমাদের কাছে সময় প্রার্থনা করেছে। আমরা তাকে সময় দিয়েছি। আমরা তার আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করেছি।

মুফতি মাহমুদ খান বলেন, একটু আগে সে প্রাথমিকভাবে আত্মসমর্পণের জন্য রাজি হয়েছে। সে বলেছে প্রথমে তার স্ত্রী ও দুই সন্তান বারান্দায় আসবে। তার কথা অনুযায়ী তারা বারান্দায় এসেছিল। আমরা তাদের সঙ্গে ইশারায় যোগাযোগ করেছি। পরবর্তীতে সে বলেছে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই আত্মসমর্পণ করবে।

এর আগে সকালে আব্দুল্লাহর বোন আত্মসমর্পণ করেন। র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আব্দুল্লাহর বোন ঈদের আগে এই বাসায় বেড়াতে এসেছিল। সে ফ্ল্যাট থেকে বের হয়ে এসেছে। সে আমাদের কাছেই আছে। এছাড়া জঙ্গি আস্তানার ভেতর সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহ ও তার দুই সহযোগীসহ সাতজন রয়েছেন।

তিনি বলেন, ‘র‌্যাবের অভিযান শুরু করার পর বাড়িটির ২৪ ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে পুরুষ ২৬, নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে। ইতিমধ্যে আমরা বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি।’

উল্লেখ্য, সোমবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের এলেঙ্গার হাসান চিশতির নামের একব্যক্তির একতলা একটি বাড়িতে কয়েকজন জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বড়িটি ঘিরে রাখে রাখে র‌্যাব। এসময় ঐ বাড়িটিতে অভিযান চালিয়ে মাসুদ ও খোকন নামে দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মিরপুরের দারুস সালাম এলাকায় অভিযান চালানো হয়। পরে ঐ বাসাটির পঞ্চম তলায় সন্দেহভাজন ব্যক্তি ও তার দুইসহযোগীসহ অবস্থান করছেন এমন তথ্য জানার পর বাসাটিতে অভিযান শুরু করে র‌্যাব।