রিকাবীবাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭

রিকাবীবাজার থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সিলেট নগরীর রিকাবীবাজার এলাকা থেকে মঙ্গলবার রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র‌্যাব) এর সদস্যরা এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রুমন মিয়া(২৭) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের কয়ছর মিয়ার ছেলে । সে বর্তমানে নগরীর সাগরদিঘীর পার এ/পি ১৭ বাসিন্দা।

র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদে র‌্যার জানতে পারে রিকাবী বাজার এলাকায় একজন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভ’ক্ত আসামী অবস্থান করছে। এর ভিত্তিতে একটি অভিযানিক দল রিকাবীবাজার এলাকা অভিযান চালালে আসামী ঢের পেয়ে পালানোর চেষ্টা করে। দলে সঙ্গীয় সদস্যরা পলায়নকালে তাকে গ্রেফতার করতে সক্ষম হন । আসামী নগরীতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরণের অপরাধের সঙ্গে জড়িত বলে জানিয়েছে র‌্যাব। আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট