৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায়ের দিন ৮ মার্চ নির্ধারণ করেছেন আদালত।
রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলম আদালতে উপস্থিত ছিলেন।এর আগে, ১ মার্চ বুধবার এপিপি মাহফুজুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটির আদালত পরিবর্তন করে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।
তারই ধারবাহিকতায় ৫ মার্চ দায়রা জজ আদালতেই মামালার যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ধার্য করা হয়।
এর আগে মামলাটি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আদালতে চলছিলো।
প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকে বদরুল কারাগারে রয়েছে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D