বিএনপি নেতা পংকি গুরুতর অসুস্থ ।। ঢাকা নেয়ার প্রস্তুতি

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭

বিএনপি নেতা পংকি গুরুতর অসুস্থ ।। ঢাকা নেয়ার প্রস্তুতি

২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার ।। সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকি গুরুতর অসুস্থ।

মঙ্গলবার ভোরে সিলেট নগরীর ভাতালি এলাকায় নিজ বাড়িতে তিনি বুকে ব্যাথা অনুভব করছিলেন। এরপর দ্রুত তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ বিএনপি নেতা পংকিকে হেলিকপ্টার করে ঢাকা নেয়ার প্রক্রিয়া চলছে।

পারিবারিক সুত্রে জানাগেছে দীঘদিন যাবৎ তিনি বুকে ব্যাথা অনুভব করছেন , হাসপাতাল নেয়ার পর জানাগেছে হার্টে ব্লক আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ ঢাকা নেওয়া হবে। এ জন্য সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। অসুস্থ আব্দুল কাইয়ুম জালালী পংকির জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।