বাংলাদেশের ইতিহাসে ৯ নারীর অনন্য রেকর্ড

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬

Manual3 Ad Code

জেলা প্রশাসক হিসেবে একদিনেই চার জেলায় নিয়োগ পেলেন ৪ নারী। ৬৪ জেলার মধ্যে এখন নারী জেলা প্রশাসক হলেন ৯জন।  জেলা প্রশাসক হিসেবে এর আগে একসঙ্গে এত নারী কখনো কাজ করেননি বলেই দাবি করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফলে এই ৯জন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন উদাহরণ। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের স্পিকার- তিনজনই নারী। ফলে নারীর ক্ষমতায়নে আরো বেশি তৎপর হচ্ছে সরকার। এরই অংশ হিসেবে প্রশাসনিক ক্ষেত্রেও নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজিয়া বেগম। এরপর বিভিন্ন সময়ে জেলা প্রশাসক হিসেবে নারীরা নিয়োগ পেয়েছেন।

গত ২৩ আগস্ট পর্যন্ত ৫ নারী জেলা প্রশাসক দায়িত্বরত ছিলেন।  তারা হলেন- মানিকগঞ্জে রাশিদা ফেরদৌস, হবিগঞ্জে সাবিনা আলম, পাবনায় রেখা রানী বালো, চুয়াডাঙ্গায় সায়মা ইউনুস, রাজবাড়ীতে জিনাত আরা কর্মরত আছেন।

Manual6 Ad Code

২৩ আগস্ট নতুন করে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফরিদপুরে বেগম উম্মে সালমা তানজিয়া, সিরাজগঞ্জে কামরুন নাহার সিদ্দীকা, মুন্সিগঞ্জে বেগম সায়লা ফারজানা এবং নাটোরে বেগম শাহিনা খাতুন।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code