বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে খালেদা জিয়ার আবেদন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ বিচারের শেষ পর্যায়ে আছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে আবেদনটি উপস্থাপন করেন আইনজীবী মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

এ প্রসঙ্গে জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘মামলার একটি অংশের বিষয়ে তদন্তের জন্য বিচারিক আদালতে আবেদন করা হয়। আদালত তা নিষ্পত্তি না করে ৩৪২ ধারায় বক্তব্য পরীক্ষা করার জন্য রাখেন। এরপর আমরা ওই আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি আবেদন দিই। ২ ফেব্রুয়ারি আবেদনটি খারিজ করেন আদালত। এরপর আদালত বদলের নির্দেশনা চেয়ে আবেদনটি করেন খালেদা জিয়া।’

তিনি আরো বলেন, এ আবেদনে মামলাটি কেন ওই আদালত থেকে অন্য আদালতে বদলির নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল হলে তা বিচারাধীন অবস্থায় মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্টসংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।